সাবধান গ্যাস এর চুলার জন্য যেতে পারে আপনার জীবন

 #জনসচেতনতামূলক_পোস্ট---

আমরা প্রায় অনেকেই বাড়িতে গ্যাস-সিলিন্ডার ব্যবহার করি, অনেক সময় শুনা যায় যে সিলিন্ডার ব্লাস্ট হয়ে মানুষ মারা গেছন, কিন্তু এটা ব্লাস্ট কেন হয় তা অনেকে জানি না। সব জিনিসের মত সিলিন্ডারেরও মেয়াদ শেষ বা expire date থাকে যা আমরা অনেকে জানি না। মেয়াদ শেষ হওয়া কোন সিলিন্ডার কে ঘরে রাখা মানে টাইম বোম রাখার সমান। আমরা চিনব কিভাবে যে সিলিন্ডার মেয়াদপূর্ণ।

ফটোতে মার্ক করা কালো রং এর লেখা টাই হল এক্সপায়ারি ডেট। এখানে A,B,C,D সংকেত দিয়ে বুঝানো হয়েছে।

A= বছরের প্রথম তিন মাস যেমন: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ।

B= তার পরের তিন মাস যেমন:এপ্রিল, মে, জুন।

একইভাবে C,D দ্বারা ক্রমানুসারে বাকি ছয় মাসকেই বুঝানো হয়।

আর সবার শেষে বছরের শেষ দুই ডিজিট থাকে, অর্থাৎ D13 ( এখানে 13 দিয়ে 2013 ইং বোঝানো হয়েছে ) যদি D18 থাকে তারমানে হল 2018 সালের জুলাই, আগস্ট, অথবা সেপ্টেম্বর মাসেই আপনার সিলিন্ডারের মেয়াদ বা (expire date) হবে। পোস্টটা শেয়ার করে সকল কে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল।



বিঃদ্রঃ- মেয়াদের লেখাটা সিলিন্ডারের প্রকারভেদে বিভিন্ন স্থানে লেখা থাকতে পারে , দোকান হতে নেয়ার সময় সেটা ভালো করে জেনে নেবেন ।

আসুন নিজে সচেতন হয়,অন্যদের ও সচেতন করি।

সংগ্রহীত ---

Post a Comment

Previous Post Next Post